Sukhpakhi Agundanda
লেখক : মোহিত কামাল
পৃষ্ঠা : ২৫৬
নিত্য দেখে চলছেন জীবন যন্ত্রণার গোপন হাহাকার, ভাঙা-গড়ার রৌদ্রছায়া। ভালোবাসা ভাঙে, ভালোবাসা গড়ে। দেহ ভাঙে, যৌবন ভাঙে, জেনারেশন ভাঙে। ভেঙে ভেঙে বদলে যায় জীবন। কালযাপনের মধ্য দিয়ে তৈরি হতে থাকে মানুষের নিজস্ব মূল্যবোধ, জীবনদর্শন, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস- অবিশ্বাসের ভিত। চারপাশের আড়ালের চিত্র দেখার মাধ্যমে গড়ে উঠেছে লেখকের কনসেপ্ট। সেই দৃষ্টিকোণ থেকে সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় চরিত্র নাদিয়া এবং উপন্যাসের মূল পটভূমি। নাদিয়ার প্রতি অঙ্কনের অসামান্য বন্ধুত্বের স্বরূপ প্রতিফলিত হয়েছে এই উপন্যাসে তা এককথায় অদ্বিতীয়। ত্যাগের বিনিময়ে মহিমান্বিত করেছে বন্ধুত্ব। উপন্যাসের চরিত্রগুলি শেষ অবধি মৌলিকভাবে বদলে গেছে মনস্তাত্ত্বিক টানাপোড়েনের জেরে। তাঁরা অধঃপতিত জীবনের ভিতরে ঢুকেই নিঃশেষ হয়ে যাচ্ছে না, সর্বনাশের শেষ সীমানায় দাঁড়িয়েও তাঁদের ভাবনার ইতিবাচক পরিবর্তন হচ্ছে, ঘটছে নৈতিক শক্তির উন্মেষ। প্রতিবিম্বিত হয়েছে মানুষের আচরণের আড়ালে লুকিয়ে থাকা মানবমনের অন্তর্নিহিত ক্রিয়া- প্রতিক্রিয়ার শিল্পিত বিজ্ঞান।
আকার : 23 (h) × 14.5 (w) × 3.2 (d)