Ganesh Pyener Chhabi লেখক : মৃণাল ঘোষ পৃষ্ঠা : 264 মৃণাল ঘোষের লেখা ‘গণেশ পাইনের ছবি’ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৯২ সালে। ২০০১-এ বেরিয়েছে এর দ্বিতীয় সংস্করণ। সেটিও নিঃশেষ হয়েছে অনেক আগে। এ থেকেই বোঝা যায় পাঠকের কাছে বইটি যথেষ্ট সমাদৃত হয়েছে। তৃতীয় তথা ‘প্রতিভাস’ সংস্করণে বইটি পরিপূর্ণভাবে পরিমার্জিত ও পরিবর্ধিত হল। একটি নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যাতে আছে গণেশ পাইনের শেষ পর্বের ছবির (১৯৯৯ থেকে ২০১২) বিস্তৃত আলোচনা। ছবির পরিকল্পনাও নতুনভাবে করা হয়েছে। অন্তর্ভুক্ত হয়েছে ১২৫টি সাদা-কালো ও ২৪টি রঙিন ছবি। এখন এ বই, বলা যেতে পারে, শিল্পীর সৃজন-প্রক্রিয়ার সামগ্রিক বিবর্তনের অত্যন্ত নির্ভরযোগ্য ও সম্পূর্ণ একটি ইতিবৃত্ত। শুধু তাই নয়, তাঁর ছবিকে দেখা হয়েছে ভারতের আধুনিক ও আধুনিকতাবাদী চিত্রকলার বিবর্তনের প্রেক্ষাপটে। আধুনিকতার বিকাশের একটি রূপরেখাও পাঠক পেয়ে যাবেন এ বইতে। ১৯৬০-এর দশকের ভারতীয় আধুনিক চিত্রকলায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতীয় আত্মপরিচয় গড়ে তোলার ক্ষেত্রে গণেশ পাইনের অবদান অপরিসীম। সেই আত্মপরিচয়-নির্মাণের অনুপুঙ্খ বিশ্লেষণ এ বইয়ের প্রধান উপজীব্য। |