Kamallata লেখক : মালতী ঘোষ পৃষ্ঠা : 160 ‘এক টাকা’র জন্য ব্যাকুল হারান মৃত্যুর পর ফিরে এসেছিল নিজের গ্রামে। কী ঘটেছিল কমললতার জীবনে? বিয়ের আগের রাতে কেন মরতে হল তাকে? কেন মরতে হল আরও অসহায় কিছু মানুষকে? সে কি তার বিয়ে মেনে নেয়নি? নাকি অন্য কারোকে স্বপ্নে এঁকেছিল? কমললতার অজানা জীবনের অজানা বাস্তব ফিরে এসেছিল কি মৃত্যুর পরে? এলোমেলো সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে ‘কমললতা’। কখনও শৈশবের স্মৃতিকে আশ্রয় করে কৈশোরেই আবার ফিরে আসা, কখনও অতৃপ্ত বাসনায় আত্মার ঘোরাফেরা। |