Chorkanta
লেখক: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা: 72
কবিতা ও কথাসাহিত্যের অনুবাদে সারাক্ষণ ব্যস্ত থাকায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদক-পরিচিতি তার কবি-পরিচিতিকে আড়াল করেছে। অথচ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পঞ্চাশের এক গুরুত্বপূর্ণ কবি, কৃত্তিবাস’-এ একসময় অনেক কবিতা লিখেছেন। সুনীল-শক্তির ঘনিষ্ঠ বন্ধু এই কবির প্রথম কাব্যগ্রন্থ ‘অর্ধেক শিকারী’ বেরিয়েছিল সিগনেট প্রেস থেকে ১৩৮২ বঙ্গাব্দে, তারপর একে একে বেরিয়েছে বাঁচাকাহিনী, সাপলুডো অথবা ঘরবাড়ি’, ‘এই সময় শনির’ এবং কবিতাসংগ্রহ। বাঁচন কখনও কিন্তু একটানা সরল কিছু না। যেহেতু লুকিয়ে আছে চারপাশে কত চোরকাঁটা/ আচমকাই দেখা দেয়, পায়ে বেঁধে আর বিঁধে যায়.../ বিঁধে যায়, বিঁধে যায়, বিঁধে যায়.... কত চোরকাটা।'— তাঁর এই নতুন কবিতার বই আবারও বুঝিয়ে দেয় তার স্বাতন্ত্র শুধু বিষয়বস্তুর দিক থেকেই নয়, প্রকরণের নানা পরীক্ষানিরীক্ষাতেও।
আকার (cm): 14 (l) X 22 (b) X 1.1 (h)