Chitranatya_Sahityer Natun Bhuban
লেখক : মানবেন্দ্রনাথ সাহা
পৃষ্ঠা : 392
চিত্রনাট্য হল চলচ্চিত্রের লিখিত রূপ ও নির্দেশিকা। এই চিত্রনাট্য অবলম্বনে চলচ্চিত্র দৃশ্য সংকেতে আবদ্ধ না থেকে দৃশ্যময়তায় উদ্ভাসিত হয়ে ওঠে। চিত্রনাট্যের মধ্যে নতুন সাহিত্য-সংরূপের সমস্ত সম্ভাবনা লুকিয়ে আছে। অথচ তার স্বীকৃতি ও প্রচারে কোথাও সীমাবদ্ধতা আছে। চিত্রনাট্য সাহিত্যের নতুন ভুবন গ্রন্থে লেখক মানবেন্দ্রনাথ সাহা। দেখিয়েছেন চিত্রনাট্যও সাহিত্য। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থে সাহিত্যের সঙ্গে চিত্রনাট্যের সম্পর্কের আলোকে চিত্রনাট্যের সাহিত্য হয়ে ওঠা ভুবনটিও চিহ্নিত করা হয়েছে। মানবেন্দ্র দেখিয়েছেন চলচ্চিত্রের ভাষা আয়ত্ত করে চিত্রনাট্য কীভাবে নতুন সৃষ্টিরূপে সাহিত্যের রস সঞ্চারিত করে। চিত্রনাট্যও সাহিত্য এই সিদ্ধান্তে পৌঁছোতে লেখক দেশি ও বিদেশি বহু চিত্রনাট্য বিশ্লেষণ করেছেন। চিত্রনাট্য নিয়ে এসব সামগ্রিক গবেষণাধর্মী কাজ বিরল। সাহিত্য যেমন চিত্রনাট্যে যায়, তেমনই অনেক চিত্রনাট্যই জন্ম দিয়েছে। সাহিত্যের। মূল সাহিত্য চিত্রনাট্যে নবীন সাহিত্য-ভুবন নির্মাণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌলিক চিত্রনাট্য। এই গ্রন্থ তারই অভিজ্ঞান। চিত্রনাট্য রচনায় আগ্রহীদেরও এই গ্রন্থ দিশা দেখাবে।
আকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2.5 (h)