Charles Baudelaire
লেখক : মলয় রায়চৌধুরী
পৃষ্ঠা : 80
বোদলেয়ারের মৃত্যুর পর ফরাসি কবি র্যাঁবো লিখেছিলেন, ‘প্রথম দ্রষ্টা তিনি, কবিদের রাজা, এক সত্য দেবতা'। বোদলেয়ারের কবিতা আধুনিক কাব্যচর্চাকে তুমুলভাবে প্রভাবিত করেছিলো। ইয়েটস, ভের্লেন, মালার্মে, ভ্যালেরি, রিলকে, র্যাবো, এলিয়ট এমনকি রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সমর সেন প্রমুখের কবিতায় তাঁর ছাপ সুস্পষ্ট। ফরাসী সাহিত্য অঙ্গনে বোদলেয়ার একটি উজ্জ্বল নাম। রোমান্টিক স্বর্গে বিশ্বাস থাকলেও বোদলেয়ার নরকেই বাস করতে চেয়েছিলেন। রোমান্টিকেরা যেখানে আত্মকরুণায় মগ্ন, বোদলেয়ার সেখানে করেছিলেন আত্মপরীক্ষা। বোদলেয়ার পাপের ভেতর পেয়েছিলেন সৌন্দর্যের বাতিঘর। দুঃখ আর পাপ থেকে নিঙড়ে বের করেছিলেন অভাবিত সুন্দরকে। তাঁর কবিতায় ফিরে ফিরে এসেছে প্যারিস। তাঁর জীবন ও সাহিত্য নিয়ে লেখা মলয় রায়চৌধুরীর ‘শার্ল বোদলেয়ার আধুনিকতাবাদী সাহিত্যভাবনার জনয়িতা' বইটি বাংলা ভাষায় বোদলেয়ার-চর্চায় একটি অবশ্যপাঠ্য বই ।
আকার : 22 (h) × 14 (w) × 1 (d)