Amar Ishwar
লেখক : মধুছন্দা বসাক
পৃষ্ঠা : 64
‘খোলা জানলার পাশে/ লিখতে বসেছি চিঠি/ নীল পাতার আকাশে/ মেঘ করে আসে। আমার চিঠিটা’-র শুরুতেই জানিয়েছেন কবি মধুছন্দা বসাক। ‘আমার ঈশ্বর’-এর কবি তাঁর কবিতায় যাপিতজীবনের খণ্ড খণ্ড চিত্র এঁকেছেন সহজ সরল ভাষায়। দুঃবোধ, স্মৃতিকাতরতা এবং স্বপ্ন দেখার নেশা তাঁর কবিতাগুলিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। কখনও কখনও অভিমানের ধারাস্রোত বয়ে যায় তাঁর কবিতা পঙক্তিমালায়। এই অভিমান কবির অন্যতম সম্পদ। সর্বশিক্ষা অভিযান, নারী সমস্যা সহ সমাজের অন্যান্য নানা সমস্যাও উঠে এসেছে তাঁর কবিতায়। সমাজসচেতন এবং একইভাবে আশাবাদী এই কবি নারী দিবস উপলক্ষে লিখেছেন, ‘ঘর ও বাইরের সকল কর্ম/নারীর কাছে শ্রেষ্ঠ ধর্ম। প্রভেদ শুধু মাতৃত্বের অহংকার মাতৃত্বের অহংকার/ তাই পুরুষই পরাবে তাকে শ্রেষ্ঠত্বের অলংকার’। কবিতা পড়তে যারা ভালোবাসেন, তাদের কাছে বইটি অবশ্যই সংগ্ৰহযোগ্য হয়ে উঠবে, আশা করা যায়।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)