Purba Europe Tin Saptah লেখক : অর্ভিন ঘোষ পৃষ্ঠা : 256 ঠান্ডা লড়াইয়ের সময় পূর্ব ইউরোপ যেমন ছিল অগ্নিগর্ভ, তেমনি কমিউনিস্ট শাসনের নিষ্পেষণ সেখানে ছিল সর্বাধিক, সর্বত্রই গুপ্ত পুলিশের হয়রানি ও গ্রেপ্তার, পার্টির সদস্য না হলে উন্নতির পথ বন্ধ, দেশের বাইরে যাওয়ার ব্যাপারে কদাচিৎ অনুমোদন, সর্বত্র হতাশা ও অসহায়তা- এই ছিল পূর্ব ইউরোপের বাস্তব অবস্থা। তারপর পোল্যান্ডের ‘সলিডারিটি’ সংগঠনের নির্বাচন-বিজয়, বার্লিন দেয়ালের পতন চেকোশ্লাভিয়ার ‘ভেলভেট’ রেভলিউশন ও হাঙ্গেরির উন্মুক্ত সীমান্ত- সবই কমিউনিজ্মের পতনের পথ ত্বরান্বিত করল। তারপর যখন খোদ সোভিয়েত ইউনিয়নেই কমিউনিস্ট সরকার ক্ষমতাচ্যুত হ’ল ও সোভিয়েত সাম্রাজ্য হ’ল অস্তমিত, তখন দুঃস্বপ্নের ঘুম ভেঙে পূর্ব ইউরোপ যেন মুক্তির স্বাদ পেল, ফিরে পেল নতুন জীবন। আমেরিকাবাসী সাহিত্যিক অর্ভিন ঘোষের পূর্ব ইউরোপ ভ্রমণের প্রধান উদ্দেশ্য ছিল সেখানকার অধিবাসীরা কেমনভাবে এই স্বাধীনতা উপভোগ করছে, তাদের জীবনযাত্রার মান আগের থেকে উন্নত হয়েছে কি না, তা অনুধাবন করা। তাঁর কয়েকটি উদ্দেশ্য ছিল সেখানকার বাঙালি জীবন পর্যবেক্ষণ করা, বিশেষ করে কলকাতার বাঙালিদের। পেশায় অর্থনীতিবিদ হলেন অর্ভিন ঘোষের মন কিন্তু সাহিত্যমুখী, তাই অর্থনীতিবিদের দৃষ্টি দিয়ে তিনি যেমন সমাজ পর্যবেক্ষণ করেছেন, তেমনি সাহিত্যিকের সংবেদনশীল মন দিয়ে দেখেছেন সেখানকার মানুষদের। এই গ্রন্থ এই দুইয়ের এক সার্থক মিলন। আকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h) |