NEEL LOHITER SANDHANE
লেখক : তনুশ্রী গরাই
পৃষ্ঠা : 128
ছেলেবেলার নিরস পাঠ্য ভূগোল বইটার অক্ষরগুলো যদি বাস্তবের পাহাড়, সমুদ্র, জঙ্গল কিংবা মালভূমি হয়ে ওঠে, আর আপনি দাঁড়িয়ে থাকেন সেই অদ্ভুত মায়াময় বাস্তবের মধ্যেই, কেমন হয়? প্রাত্যহিক জীবন ও দায়-দায়িত্ব যাপন থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়লেই যখন সুলুকসন্ধান পাওয়া যায় অভীষ্ট অমৃতের, তখন চরৈবেতিই শ্রেয়। সিলেবাসে পড়া সেই ভূপ্রকৃতির কাছে পৌঁছোতে না পারলে রোজকার জীবন হয়ে ওঠে ভীষণরকম স্বাদহীন। পায়ের নীচে মানচিত্রে পরিবর্তন এলে দেখা যায়, প্রকৃতি অপেক্ষায় আছে তার অফুরান ডালি সাজিয়ে। পাহাড়ের খাঁজে খাঁজে তরতরিয়ে বয়ে-চলা খরস্রোতা নদী, সবুজ বাগিচায় ভরে থাকা ফুলের পশরা বা ফলের ঝুড়ি বুকে জড়িয়ে রেখেছে হিমালয় । প্রকৃতির গহিনে বেড়ে ওঠা নবীন অনাঘ্রাতা হিমালয়-অন্দরে ঘুমিয়ে থাকে কত শত প্রাকৃতিক ও আধ্যাত্মিক রহস্য। পার্বত্যপথের বাঁকে বাঁকে দেখা মেলে নিত্যনতুন অ্যাডভেঞ্চারের। তুষার গলে জীবন ডাক দেয়। অমরনাথের অমোঘ হাতছানিতে সাড়া দিয়ে দুর্গম পথে পরিচিত হন কঠিন পর্বতজীবনের সঙ্গেও। আর সেই জীবনযাত্রাকে নিবিড়ভাবে প্রত্যক্ষ করতে করতে এগিয়ে চলেন কাহিনিকার। অমৃতের সন্ধানে কিংবা ‘নীললোহিতের সন্ধানে'।