Chobi Niye Chobir Deshe লেখক : দিলীপ দাস পৃষ্ঠা : 180 দিনগুলো জমতে জমতে ক্রমে দিনপঞ্জি হয়ে যায়। রঙে রঙে দেশ-বিদেশের মধ্যে যোগ নিবিড় হয়ে ওঠে। ছবির মন নিয়ে মানুষ দেখে সে। ক্যানভাসের পসরা নিয়ে দেশে দেশে তাঁর যাত্রা। কতরকম সমাজ সেখানে। কত-না ভাব, আরও কত অগণিত ভাবনার খেলা তাদের মনজুড়ে। লন্ডন, প্যারী, স্টুটগার্ট, মিলান, ভেনিস রোম- ভৌগোলিক সীমানা বদলের সঙ্গে সঙ্গেই শিল্পের ভাষা বদলে যায়। গ্যালারির সান্নিধ্যে পূর্বজের সঙ্গে অনুজের আলাপ জমে ওঠে। কালের শাসনকে পরাজিত করে চিরন্তন হয়ে যান মাইকেল এঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চিরা। মহাকালের প্রশ্বাস বুক ভরে টেনে নিয়ে, সরল এক জীবনের সহজ কথকতা লিখে চলেন এক শিল্পী। রঙের সঙ্গে অক্ষরের আলাপনের সেই জমাটি আড্ডায় সংস্কৃতি থেকে ভ্রমণ, মনন থেকে মেধা— নানা প্রসঙ্গ উঠে আসে। সেই সৃজনী অবসরেরই কয়েক খণ্ড ধরা থাকল এখানে। আকার (cm) : 18 (l) X 16 (b) X 2 (h)
|