Jalkatha লেখক : বুলবুলি বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা : 224 জলঙ্গী নদীপাড়ের এক জনপদ পলাশিপাড়া, যার গল্প নিয়ে এ উপন্যাস। উপন্যাসে একটা প্রবহমানতা আছে, যেন জলঙ্গী জলকথা বলে চলেছে আর কাহিনির পাত্রপাত্রীরা সে প্রবাহের মধ্যে ভেসে চলেছে। একদিন পলাশিপাড়া অন্যরকম ছিল। আশ্রমের মতো একটা স্কুলবাড়ি ছিল। সেখানে বিচরণ করা মানুষগুলো সরল জীবনযাপন আর উচ্চতর চিন্তাভাবনা নিয়ে এক পরিবেশ রচনায় সমর্থ হয়েছিল। সেখানে রাতে চাদ জ্যোৎস্না ছড়ালে ইস্কুল কোয়ার্টারের মানুষজন মাঠে জড়ো হত; গান কবিতা গল্পে ভরে উঠত জ্যোৎস্নার মাঠ। সময়টা হয়তো তখন অন্যরকমের ছিল। সূর্য তার আভা নিয়ে যখন পাটে চড়ে তখন তার রশ্মিমণ্ডল নিয়ে এক স্বপ্নের ভুবন তৈরি হয়। সূর্যকেও তখন স্বপ্ন বলে মনে হয়। সে একটু পরে ডুবে যাবে বলেই হয়তো। সেদিনের পলাশিপাড়া তেমনই স্বপ্নে আছে উপন্যাসকারের সে ছিল যেন এক লোককাব্যের জনপদ, আর এই জনপদের কাব্য জলকথা। |