Swagata Mayabi Bisad
লেখক : বুদ্ধদেব মুখোপাধ্যায়
পৃষ্ঠা : 64
বুদ্ধদেব মুখোপাধ্যায় কবিতার মধ্যে খুঁজে পান জীবনের মুক্তি, আকাঙ্খার জন্ম ও মৃত্যু, রহস্যময় প্রকৃতির আহ্বান ও ভালোবাসার গোপন অসুখ। জীবনের সমূহ অভিজ্ঞতা, কান্না, হাসি, ঘাম ও সংগ্রাম, প্রেম ও বঞ্চনা, সীমান্তের কাঁটাতার, বিচ্ছিন্নতাবোধ সবকিছু তাকে ছুঁয়ে যায় নিবিড় নিবিড়তরভাবে। গড়ে তোলে তার কবিতার মূল বিষয় ও অবয়ব। ব্যক্তিগত স্বাতন্ত্র্যে উজ্জ্বল তাঁর কবিতা। কুয়াশা ভেদ করে এগোতে থাকলে যেমন একে একে দৃশ্যমান হয় বিশাল বিস্তৃত সবুজ ঘাসে ভরা মাঠ, ফসল বৈচিত্র্য, সাদা বক, অচেনা যুবতী, জলে ভেসে যেতে থাকা সাদা হাঁস, তেমনি কবিতা লেখাও যেন শব্দের কুয়াশা ভেদ করে ক্রমশ ভেতরে প্রবিষ্ট এক অনন্য সৃষ্টির নেশায় মেতে ওঠা। পরিচিত ও অপরিচিত দৃশ্যের অ্যালবাম জেগে ওঠা চোখের সামনে। কবি এভাবেই বারবার ফিরে আসেন শব্দের অস্পষ্ট কুয়াশায় আর হাত নাড়েন প্রকৃতির দিকে। তন্ময় চোখে ফুটে ওঠে বিষন্নতা ও সৃষ্টির অসম্পূর্ণতা, সার্থক কবিতার জন্য হাহাকার।
আকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1.1 (h)