Manush Manusher Jonye
লেখক : বীরেন্দ্রনাথ চক্রবর্তী
পৃষ্ঠা : 168
অধুনা পূর্ব পাকিস্তানের পাবনা জেলা থেকে আগত ছেলেটি অকল্পনীয় জেদ, অধ্যবসায় ও আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিল জীবনের পথচলা। সে পথ মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। বরং দারিদ্র্য, অবহেলা, অপমান, সংকট, সংগ্রামে ছিল। কণ্টকাকীর্ণ। পাশাপাশি অগণিত মানুষের স্নেহ, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সমর্থন, সহযোগিতায় পরিপূর্ণ।
একদিকে নিজের আদর্শের প্রতি একনিষ্ঠতা, অন্যদিকে শিরদাঁড়া সোজা রেখে জীবনপথে চলার অঙ্গীকার এই দুইয়ের সংমিশ্রণে রচিত এক বর্ণময় জীবনের আত্মকথার নামই ‘মানুষ মানুষের
জন্যে'।
আজ যখন সাম্প্রতিককালের রাজনৈতিক ও সামাজিক জীবনে বারবার ‘শিরদাঁড়া’র অভাবের কথা উঠছে তখন এই আত্মস্মৃতি বা আত্মকথনের প্রাসঙ্গিকতা প্রশ্নাতীত। আগামী প্রজন্মকে প্রাণিত, উজ্জীবিত ও উদ্বুদ্ধ করতে এই আত্মজীবনী অন্যতম হাতিয়ার। “মানুষ মানুষের জন্যে নিছকই কোনো আত্মজীবনী নয়। এক সুদীর্ঘ সময়কালের জীবন্ত দলিল। সে দলিল কেবলমাত্র একজন মানুষের নয়, বহু মানুষের জীবনকথা। যাঁরা সহস্র প্রতিবন্ধকতার মধ্যেও যুগযুগ ধরে ইতিহাস রচনা করেছেন, তাঁরা সব এক-একজন জীবন যুদ্ধের লড়াকু যোদ্ধা। যুদ্ধের ময়দান থেকে কবিতা ও মিছিলের পথে হেঁটে চলা সাধারণ মানুষ। তাঁদের অসাধারণ জীবনবোধ আর জীবনের প্রতি সুগভীর ভালোবাসা থেকেই জীবনের মূলমন্ত্র আর প্রিয় সুর হয়ে ওঠে 'মানুষ মানুষের জন্যে'।
আকার : 21.8 (l) × 14.3 (w) × 1.6 (d)