Putuler Jonmodin
লেখক : বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 64
‘পুতুলের জন্মদিন’ বিশ্বজিতের পঞ্চম কাব্যগ্রন্থ। তৃষ্ণার কাছে না গিয়ে যিনি স্বয়ং রাজা সলোমনকেই জলে যেতে আহ্বান করেন। সেই বিশ্বজিতেরই নির্দয় স্বগতোক্তি; মাঝে মাঝে কার কাছে যাবো। সত্যিই তো, কার কাছেই বা যাবেন। এরই মধ্যে তাঁর নীরব বিস্ফোরণ ঘটে যায় SILENT RUPTURE এ। নিজেকে কখনও ভাবেন আগন্তুক, কখনও দেখেন পুতুলের শয়নকক্ষে। আবার কখনও নার্সিসাসের মতো নিজের ছায়াকেই অনুসরণ করেন। কে এই পুতুল যার জন্মদিন উপলক্ষে এত আয়োজন? যে পুতুলের নিমিত্ত তুচ্ছ হয় অন্য নারী, যে পুতুলের জন্য সদা জাগ্রত নিজের বিবেক? বাড়ি গাড়ি, ধর্ম, রাজনীতি, বিজ্ঞাপন ও লেখার জগতে এক জ্যান্ত পুতুলের চোখ দিয়ে তিনি দেখতে পান নানান বৈষম্য ও কৌতুক। এইসব নিরন্তর দ্বন্দ্বের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে নিঃসঙ্গ হয়ে পড়েন বিশ্বজিৎ। নিজের পায়ের শব্দ ছাড়া কিছুই যেন শুনতে পান না আর। শেষ পর্যন্ত পুতুলের ছদ্মবেশে কেউ কি ফিরিয়ে আনবে তাকে, মূলস্রোতে? রৌদ্রছায়াময় এই কবিতার অনিবার্য রাজত্বে বাংলা ভাষা কি খুঁজে পেল তার আত্মধ্বংসী প্রতিদ্বন্দীকে! প্রিয় পাঠক, এই অসমসাহসী গ্রন্থটি আপনার মনোযোগী তৃতীয় পাঠ দাবি করে।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)