Udbastu Shibirer Pakhi
লেখক : বিভাস রায়চৌধুরী
পৃষ্ঠা : 64
‘আমি প্রতীকের আড়ালে আমার জীবিত সময়কে খেলতে দিয়েছি...''- এই উচ্চারণে চিহ্নিত হয় এক কবি ও কবিতার সম্পর্ক। সেই সম্পর্ক থেকেই উৎসারিত হয়, “ঝাউবন-অজ্ঞান করা চুম্বন”, “পরজন্ম ভিজিয়ে-দেওয়া কান্না” বা “আমার পুরোনো চিঠিগুলো মুছে যাওয়া পতঙ্গদের চিরকুট।” মৃত্যু তাড়া করে-চলা এক তীব্র সময় জন্ম দিয়েছে এই আশ্চর্য কাব্যভাষার, যা আকুল করে তোলে পাঠককে। সেইসঙ্গে লগ্ন হয়েছে ক্ষোভ আর বিদ্রুপ। বিভাস রায়চৌধুরীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘উদ্বাস্তু শিবিরের পাখি’-তে কবেই উচ্চারিত—“স্বপ্নস্মৃতি টিয়ার গ্যাস! এই দেশে চোখে জল এলে / প্রেম নয়, পুলিশের গুলি লিখি মোমবাতি জ্বেলে...”। বাংলাভাষা, বাঁশি আর বন্ধুদের নিয়ে তাঁর পরম পদাবলি। বিষন্ন শববাহকদেরও স্বপ্নদূত মনে হয়। তাঁর সময়ের কবিদের মধ্যে তিনি ক্রমশ স্পষ্ট থেকে অতি স্পষ্টতার দিকে যাত্রা করেছেন। তবে চিত্রকল্প ও প্রতীকের সাঁকো পেরিয়ে, ছোটোছোটো কথার ডিঙিতে চড়ে সারা শরীর কুয়াশার চাদর জড়িয়ে। ছন্দে এত সাবলীল এই কবির কবিতা যেন মনে হয় এই কবির কবিতাগুলির প্রতিটি শব্দ, মিল যেন স্বতঃস্ফূর্তভাবে কবির ভিতর থেকে উঠে এসেছে।
আকার (cm) : 14.4 (l) X 21.8 (b) X 1.2 (h)