Thertre e ja Dekha Ta niye lekha
লেখক : বিভাস চক্রবর্তী
পৃষ্ঠা : 208
নিজে একজন বিশিষ্ট নাট্যপরিচালক, অভিনেতা, এবং মঞ্চায়নের তাগিদে কিছু নাটকের রচয়িতাও। কিন্তু সহযোগীদের থিয়েটার দেখার ব্যাপারে আগ্রহ বরাবরই প্রবল। অন্যদিকে, দু-একটি ব্যতিক্রম ছাড়া ভালো সমালোচনার অভাব নিয়ে তাঁকে আক্ষেপ করতেও শোনা গেছে। তাঁর মাথায় তখন সত্যজিৎ রায়ের কথা ‘সমালোচক প্রকৃত সমঝদার হলেই ছবির গুণাগুণ বিশ্লেষণের অধিকারী হতে পারেন। সমঝদারি বলতে একেবারে চিত্রনাট্য থেকে শুরু করে সম্পাদনার শেষ কাজটুকু পর্যন্ত চলচ্চিত্র রচনার প্রতিটি কাজের বিচার-ক্ষমতা বোঝায়’। তাই নাট্যজীবনের মধ্যপর্বে নাট্য সমালোচনার কণ্টকাকীর্ণ ক্ষেত্রে বিভাস চক্রবর্তীর স্বেচ্ছাপ্রবেশ। এর নজির এতদ্দেশে তো নয়ই, বিদেশেও খুব-একটা আছে বলে জানা নেই। সমসময়ের থিয়েটার যা দেখেছেন তা নিয়ে আলোচনায় কোনো কার্পণ্য বা কুণ্ঠা নেই। সিনিয়ার নাট্যজন শ্যামানন্দ জালান বা সৌমিত্র চট্টোপাধ্যায়, সমসাময়িক অরুণ মুখোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, অশোক মুখোপাধ্যায়, কিংবা পরবর্তীদের মধ্যে দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মজুমদার, মেঘনাদ ভট্টাচার্য, সীমা মুখোপাধ্যায় থেকে ব্রাত্য বসু, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, অর্পিতা ঘোষ, অবন্তী চক্রবর্তী পর্যন্ত বিস্তৃত বাংলা নাট্যের এক সৎ ও স্বচ্ছ মূল্যায়ন।
আকার(cm) : 14.5 (l) X 22 (b) X 1.7 (h)