Ajke Rater Raja লেখক : বিনায়ক বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা : 112 চিন ভারত আক্রমণ করে হঠাৎ আর দেশ বাঁচানোর জন্য ভারতের সেনাবাহিনী নেমে পড়ে রাস্তায়। চিনের প্রথম টার্গেট দেশের নেতা-নেত্রীদের বাঁচানোর জন্য মিলিটারি একদম আনকোরা কাউকে খুঁজছিল। তাই এক ঘুগনিবিক্রেতা কাম সাট্টার পেনসিলারকে তারা একরাতের জন্য 'সুপ্রিম কমান্ডার' বানিয়ে দেয়। এবার একরাতের রাজা হয়ে কী করবে সে? সিস্টেম বদলে দেওয়ার জন্য জান বাজি রাখবে নাকি যাদের জন্য তার জীবনে অন্ধকার নেমে এসেছে, প্রতিশোধ নেবে তাদের ওপরে? এই উপন্যাসের নায়ক দ্বিতীয় রাস্তাটাই নেয়। যাদের জন্য ভিটেমাটি থেকে উচ্ছে হয়েছে, হারিয়েছে নিজের বাবা-মা-বোনকে, মাঝপথে এম এস সি পড়া ছেড়ে দিয়ে জড়িয়ে গেছে নানারকম আলো-আঁধারিতে তাদের খুঁজতে শুরু করে সে, প্রতিশোধ নেবে বলে। কিন্তু যারা তার ধ্বংসের সওদাগর তারা কি নিজেদের বাঁচাতে পেরেছে সবরকম ঝঙ্কা থেকে ? নাকি জীবন জীবনের পাওনা মিটিয়ে দিয়েছে নিঃশব্দে? বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এই টানটান উপন্যাস তারই অন্বেষণ। এই বই একবার পড়া শুরু করলে শেষ না করে থামতে পারবেন না পাঠক। আর শেষপাতায় এসে হয়তো তারও মনে হবে, শোধ-প্রতিশোধ নয়, মানুষের চালিকাশক্তির নাম আসলে ভালোবাসা। |