Shunner Majhare
লেখক : বিদিশা সরকার
পৃষ্ঠা : 64
‘উল্লেখ করবোনা আমি কোথায় ছুঁয়েছ তুমি/ পুরুষ হাওয়া / কিভাবে ছুঁয়েছ কোন ঘূর্ণবর্তে...'। কবি বিদিশা সরকার কবিতায় সুরেলা বিষাদ বুনে দিতে জানেন দক্ষ শিল্পীর মতো। অল্প কথায় কখনো-কখনো উথাল-পাথাল ঝড় তুলে দিতে জানেন তিনি। সে ঝড়ের কাছে ঋণী থাকতে হয় পাঠকের। রোমান্টিক এই কবির স্বরে রয়েছে অদ্ভুত এক মোহময় টান। অন্তর্মুখী তাঁর ভাষা। যে ভাষা প্রকাশিত করে যতখানি, তারও চেয়ে হাতছানি দিয়ে টেনে নিয়ে যেতে চায় অপ্রকাশিত রহস্যময় চরে। শব্দ চয়নে যত্নবান তিনি অথচ অযথা ভিড় নেই দুরূহ শব্দাবলীর। কবিতার সঙ্গে সম্পর্ক নিবিড় যাদের, তারা আলাদাভাবে আগ্রহী হবেন এই কাব্যগ্রন্থের কবি সম্পর্কে। ‘শূন্যের মাঝারে’ কবির উচ্চারণ, ‘নাবিকের সঙ্গে দ্যাখা হয়, সমুদ্র ঝড়ের কথাশুনি। পিতল সূর্যের সঙ্গে ওঠা বসা যার/ উষশী বা গোধুলি যেন তার কাছে নিতান্ত মেলোড্রামাটিক। স্বল্প পঙক্তির কবিতা রচনার পাশাপাশি এই কাব্যগ্রন্থটিতে দীর্ঘ কবিতা লেখার ক্ষেত্রেও মুন্সিয়ানার পরিচয় রেখেছেন কবি বিদিশা সরকার। সাধারণ পাঠক এবং মনস্ক পাঠকের কাছে বইটি আলাদা মর্যাদায় গৃহীত হবে। আশা করা যায়।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)