Jar Sange Thaki
লেখক : বিদিশা সরকার
পৃষ্ঠা : 64
‘জানার কথাও নয় সময়ের সঙ্গে বয়ে চলো/ নিজেকে শাসন করবে যদি প্রশ্ন কেন রাত্রি কত হল? বিদিশা সরকার তাঁর কবিতায় অদ্ভুত এক মায়াময় আলো বিছিয়ে দিতে জানেন। এই আলো তাঁর কবিতাকে ভিন্ন একটি মাত্রা এনে দেয়। কখনও কখনও বিষাদ ও একাকিত্বের ফিকে একটি ছায়া এসে পড়ে তাঁর কবিতায়। তবু সে নিঃসঙ্গতা বা বিষাদের ছায়া কবিতার আবহাওয়াকে ভারী করে তোলে না। ‘কৃষ্ণপক্ষের অসুখ’-এ তাঁর, ‘অশ্বমেধ যজ্ঞে ফিরে যাও, ফিরে যাও, পিছু ডাকতে নেই’– এই উচ্চারণে চমক লেগে যায়। এই কবিতাটিতেই রয়েছে। তাঁর আরও একটি অনবদ্য পঙক্তি, অস্থির তুমি কি ছায়া/ ছায়া দেখে বোঝা যায় বুঝি/ নারী না পুরুষ ছায়া/ রক্তপাত ছায়ারও কি হয়?’ রোমান্টিক ভাবনার কবি বিদিশা সরকারের কবিতায় তথাকথিত নারীবাদ’-এর প্রাবল্য নেই। চিত্রকল্প নির্মাণে দক্ষতা রয়েছে, বিদিশার। শব্দচয়নে রয়েছে অনায়াস যত্ন। ‘অপেক্ষা’-য় অত্যন্ত অনুভূতিপ্রবণ এই কবি জানিয়েছেন, অপেক্ষা মানে ঘড়ির কাঁটাই দিকে চেয়ে চেয়ে। কোলাপসিবল গেটে/ তালা পড়ে যায়।’ সুধী পাঠকমহলে বিদিশার কবিতা সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)