Rupsagare লেখক : বাল্মীকি চট্টোপাধ্যায় পৃষ্ঠা : 192 প্রান্তিক এক পটুয়ার কাহিনি। রূপচাঁদ চিত্রকর। ছোটো বয়সেই শহরের বাবুর বাড়ির কাজের লোক হয়ে চলে আসে। সে বাবু চিত্রশিল্পী। ফলে আশ্রয়হীন হলেও শিকড়ছাড়া হয় না। এই বাড়িতেই তাঁর বেড়ে ওঠা। বাবুর মেয়ে বড়কি তৈরি করে তাকে। এক সময়ে বড়কিই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান সাধনা। বড়কি নিজের মতো করে গড়ে তোলে রূপকে। এক সময়ে রূপ হয়ে ওঠে কলকাতার নামজাদা চিত্রশিল্পীদের একজন। বড়কির সঙ্গে একরাতে হয় যাচিত-সম্পর্ক। বড়কি হারিয়ে যায়। আসে আর-এক নারী। আরও। আরও। গ্রামের সরল রূপের আমূল পরিবর্তন হয়। প্রকাশ পায় তার অন্য এক রূপ। রূপের তখন জগৎ জোড়া নাম, বিত্তবাসনায় বিভোর সে। তার ছবি যায় বিশ্বের অন্যতম গ্যালারি প্যারিসের পম্পিদ্যুঁতে। কিন্তু রূপ খুঁজে নেয় তার বিশ্বকে। যে বিশ্বে আছে তার আনন্দ। রূপের আবার পরিবর্তন হয় কী? |