Lefafa Bandi Dui Tara
লেখক : বল্লরী সেন
পৃষ্ঠা : 96
যেভাবে রিং অফ ফায়ার ঘুরছে ব্রহ্মাণ্ডে/ ভূকম্প ঘুমিয়ে আছে পাতকুয়োয়, একটা চাল দেবার ফাঁকে ছেলে / তার মা'কে মনে করছে সবচেয়ে বড়ো শক্র'। সমকালীন বাংলা কবিতার জগতে বল্লৱী সেন একটি পরিচিত নাম। পাঠকমহলে সমাদৃত হবার পাশাপাশি বিদগ্ধজনের স্বীকৃতি পেয়েছেন কবিতারই সূত্রে। পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার। নির্মিত হয়েছে তাঁর নিজস্ব একটি কাব্যভাষা। যে ভাষা আলোড়ন তুলতে জানে পাঠকের চেতনাপ্রবাহে। নাগরিক জীবন তার জটিল টানাপোড়েন নিয়ে উঠে আসে বল্লরীর কবিতায়। যন্ত্রণা এবং দ্ৰোহ—এই দুই সেরা অস্ত্রের প্রতি পরম যত্ন তাঁর। শাণিত এই দুই অস্ত্রের আঁচড়েই নির্মিত হয় বল্লরীর কবিতা। প্রেম এবং বিষণ্ণতার মেঘ জমাট বাঁধে তাঁর কবিতায়। অঝোর বৃষ্টির ধারা বয়ে যায় কখনো কখনো। একই সঙ্গে শিল্পের স্বাভাবিক নিয়ম মেনেই কবিতায় উঠে আসে সমসাময়িক রাজনীতি, সমাজনীতির কথা। কিন্তু সেসব কথা অতিকথা হয়ে কোলাহল তৈরি করে। সতর্ক কবি। উড়ে এল কাপাস রঙের শরৎকাল/ ‘দুর্গাপুজো আগাগোড়া লোহার মতো লাল হয়ে/ পুড়ল, তোমরা দেখলে লালগড়, দেখলে/ ওর মুখ কেমন ধারালো ইস্পাত'। কাব্যগ্রন্থটিতে রয়েছে একটি দীর্ঘ কবিতা ‘পরাণে পরাণে online'। অথ নারী-পুরুষ সংবাদ শিরোনামে নারীর বচনে কবির তির্যক উচ্চারণ, ‘লাল চেলিতে রাঙা বাসর কুমির ভরতি খাল/ সাধ করে কেউ বিপদ ডাকে, করে হাঁড়ির হাল ? আধুনিক প্রযুক্তিজাত বহু শব্দের ব্যবহার রয়েছে তার এই নতুন কাব্যগ্রন্থটিতে। একই সঙ্গে রয়েছে 'দহনলিপি'। আর হ্যাঁ, এই কাব্যগ্রন্থটিতেই ছন্দের প্রতি কবির তুলনামূলক বেশি অনুরাগের ব্যাপারটিও রয়েছে।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)