Monkharaper Gaye Halud
লেখক : বল্লরী সেন
পৃষ্ঠা : 64
'জানলা ধরে তোমার ঘরের দিকে | চাঁদ বেঁকে-যাওয়া রোশনাই / কেন চিঠি দেবে না আমায় ? আমার অন্দরে থাবে আর / কেউ / শিবের মতন বর হাসিমুখে / এক ফোঁটা বীর্য ঢেলে দিলে / সে কি হবে তোমার সন্তান! বল্লরী সেন তাঁর মনখারাপের গায়ে হলুদ’-এ ঈষৎ বিষন্নতা-ধোওয়া রোম্যান্টিক উচ্চারণে তাঁর যাপিত জীবনের খণ্ড মুহূর্তগুলিকে আশ্চর্য দক্ষতায় সাজিয়েছেন। অভিমান ও দ্রোহ হাত ধরাধরি করে থাকে তাঁর কবিতায় । কখনো ব্যঙ্গে, কখনো তির্যক উচ্চারণে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সরব হয়েছেন বল্লরী কিন্তু কখনোই উচ্চকিত নয় সে স্বর। শব্দচয়নে যত্নশীল তিনি। প্রাত্যহিক জীবনযাত্রার ব্যবহৃত অতি সাধারণ কথাকেও তিনি কবিতায় দক্ষতার সঙ্গে জুড়ে দিতে জানেন। অনায়াসেই তিনি বলতে পারেন, “তোমার কপালে এই / মেঘের টোপর / বললা তুমি আমার কথায় / কোনোদিন মদ ছোঁবে না? নাগরিক জীবনের তীব্র অস্থিরতার আঁচ জমা হয়েছে তাঁর কবিতার পংক্তিতে একই সঙ্গে কবিতার শরীরে যৌনতা ও যন্ত্রণার দুটি ধারা বয়ে যায় বড় উদাসীন ভঙ্গিমায়। এই ভঙ্গিমা নেশা ধরায়, তবু সতর্ক থাকতে হয়। কখনো কখনো নির্মম স্যাটায়ারে তিনি ভেঙে দিতে জানেন প্রচলিত প্রথা ও ধারণাকে। খুব কম সময়েই বাংলা নাগরিক কবিতাবিশ্বে বল্লরী একটা জায়গা করে নিয়েছেন। মনখারাপের গায়ে হলুদ কাব্যগ্রন্থটিতেই একটি নির্দিষ্ট বাঁকের দিকে ঝুঁকতে চেয়েছেন বল্লরী।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)