Bihanrater Bandish
লেখক : বল্লরী সেন
পৃষ্ঠা : 64
নতুন শতাব্দীর শূন্য দশকে যাঁরা নিজস্ব মৌলিক উচ্চারণের জোরে বাংলা কবিতার মূল স্রোতে নির্দিষ্ট একটি জায়গা দখল করে নিতে চলেছেন, বল্লরী তাদেরই একজন। 'দুঃখ আর সুখ সব একইরকম’— এই উচ্চারণের অন্তরালে রোমান্টিক বল্লরী যে যাপিত জীবনের কথা বুনে যান, সে বুননে বিষাদের সঙ্গে গাঢ়তর ভঙ্গিমায় মিশে থাকে নাগরিক-স্মার্টনেস। ভেতরের বয়ে যাওয়া ঝড়কে স্বল্প শব্দের আঁচড়ে তিনি মূর্ত করে তুলতে জানেন, অথচ তারওপর কবিতায় বয়ে চলে অনন্ত রহস্যময়তার ধারা। স্পষ্ট সরাসরি নয়, তির্যক ভঙ্গিমায় তার দ্রোহের চলন। 'বিহানরাতের বন্দিশ’-এ রয়েছে দুটি পর্ব। এবং 'ডানদিকের হৃৎপিণ্ড'। প্রথম পর্বে রয়েছে, শরীর ডাঙায় শুয়ে থাকে। ডুবে আছে মনের অন্দর। পাঁকের ভেতর/থেকে সন্তানের আস্বাদন, সেও মরে যা/কষ্টিপাথর ঘষে-ঘষে আরো আদিমতা’- র মতো পংক্তিমালা। 'ডানদিকে হৃৎপিণ্ড’-এ রয়েছে বল্লরীর ভিন্ন মেজাজের অন্যধরনের কবিতা। এই পর্যায়ে 'হাচ্’-এ তার উচ্চারণ, হাচ্ বলেছে দুর্গম গাঁও বুড়ো/ মুক্তেশ্বর শিবলিঙ্গের থানে/ যা কিছু গান তোমার/ পছন্দের/ এবার বাপু বিজ্ঞাপনে হুলো।' কবিতা- মনস্ক পাঠকের কাছে এই কাব্যগ্রন্থটি অবশই সংগ্ৰহযোগ্য হয়ে উঠবে।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.3 (h)