Shudhui Hente Cholechi
লেখক : বরুণ দে
পৃষ্ঠা : 80
‘আমরা দুটি সূক্ষ্ম সামাজিক/ সমান্তরাল সরলরেখায় চলেছি’ কবি জানান। ভাবেন ‘দুটি সমান্তরাল রেখার মিলন হয় অসীমে’। পিছন ফিরে দেখেন শুরু করেছিলাম যেখান থেকে/ সেখানেই ছিলাম আমরা/ সবচেয়ে কাছাকাছি। মনের ভিতরে এই প্রশ্ন তাই জেগেই থাকে তবে কেন এতটা পথ হেঁটে আসা / মিলনের আশায়। ভারি সুন্দরভাবে নিজের ভিতরে জমে-ওঠা কথাগুলিকে কাম করতে পারেন এই কবি। হেঁটে যেতে যেতে মাঝেমাঝেই পিছন ফিরে তাকান। কখনও তাঁর মনে হয় তিনি যেন হঠাৎ অভিনয় করতে চলে এসেছেন। হাসি ও কান্নার দৃশ্যে তাঁর অভিনয় দেখে পরিচালকের কপালে বিরক্তির ভাঁজ পড়ছে। পরিচালক তাঁকে নির্দেশ দিচ্ছেন সোজা পথ ধরে এগিয়ে যেতে দূরে পথের শেষ প্রান্তে। ফ্রেমে বন্দি হবে তাঁর আকাশের সঙ্গে মিলিয়ে যাওয়া। কিন্তু পথের শেষ প্রান্তে পৌছে কৌতূহল নিয়ে পিছনে ফেলে আসা পথকে দেখতে গেলেই পরিচালকের মুখ থেকে বেরিয়ে আসা বিরক্তিসূচক শব্দ ‘কাট’ শুনতে পান। পরিচালক তাঁকে বলেন অভিনয় তোমার কাজ নয়।/ তুমি বরং জীবনের ট্রলিটা / ঠেলে নিয়ে যাও।' কবি হাঁটতে থাকেন। শুধুই হেঁটে চলেন।
আকার (cm) : 16 (l) X 21 (b) X 1.2 (h)