Hridoy Eamoni Kanan
লেখক : ফাল্গুনী চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 90
জীবন মানে নিজেকে চেনা। জীবন মানে পথ। জীবন বলতে দর্শন কিছু, যাপনের নানা মত। সেইসব পথের ধুলো, এইসব জানাশোনা কখনো-সখনো গিয়ে জমা হয় আমাদের সঞ্চয়ের বটুয়াটায়। মহত্তর মানবতা অথবা দেবত্বের মতো সুশীতল কিছু ভাবনার আশ্রয়, মর পৃথিবীর ফুরিয়ে আসা দিনরাত্রির জাফরিকাটা ঘরে পঙ্ক্তিরা এসে জমা হয়। দু-মুহূর্তের অনুভব দুই পঙক্তির আলাপনে আড্ডা জমিয়ে তোলে। কারুবাসনা নিয়ে ফেরা মানুষ তারায় তারায় লিপি লিখে চলে। কবি বলেন— ‘ধরণি সঙ্গে আকাশের আমি মিতালি করাতে পারি/ কোনো তারা যদি নেমে এসে কাছে দেয় চুম্বন তারই।’ প্রেমের স্পর্শে মাটি ও আকাশের গল্পটার থেকে বিরহের শিশির ঝরে যায়। কোনো এক অধরের ছোঁয়া ওষ্ঠে নিয়ে আসে অমৃতের স্বাদ। জোয়ারভাটায় ফেরা দুঃখ-সুখের দোলায় দিন এগিয়ে চলে। সহমর্মিতা, সমব্যথার মতো কিছু হাত ধরাধরি করা অনুভব মানুষের সঙ্গে আত্মীয়তা ঘনিয়ে তোলে। কবি লেখেন— প্রতিবেশিনীর ঘরেতে জ্বলেনি আলো।/ মনে হয়েছিল জগৎ হয়েছে কালো। সব হারানোর বুকে দাঁড়িয়েও এই অনুভব আমাদের মানবিক অস্তিত্বকে চিনিয়ে দিয়ে যায়। নিঃস্ব মানবের দুঃখ আর আত্মার গভীরে থাকা সমৃদ্ধির ছোঁয়া নিয়ে কিছু কবিতা জমে উঠল দুই পঙ্ক্তির এইসব নিবিড়ত্বে।
আকার (cm) : 9.8 (l) X 21.5 (b) X 1.2 (h)