Megh Nei
লেখক : প্রশান্তকুমার মজুমদার
পৃষ্ঠা : 80
কবি প্রশান্ত কুমার মজুমদার কবিতা লেখেন নিজস্ব এক গদ্যভাষায়— সেই কবিতা পড়তে পড়তে আমরা মনশ্চক্ষে দেখি মেঘে ঢাকা ফাঁকা গ্রাম, রামধনুর আলপথ বেয়ে সমতলে নেমে আসতে থাকা পাহাড়ি মেয়ে, নীল কুয়াশা, ন্যাশপাতি বাগান, পাকদণ্ডি বেয়ে উঠে আসা ঘণ্টা-বাঁধা ছাগল— এরকম অনেক ছবি। কবিতা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষায় মেতে থাকা এই কবি দেখেন ‘খসে পড়া একটি তারাকে বল ভেবে খেলছে খাসিয়া কিশোরেরা / কিছু মেঘচূর্ণ লেগে আছে পাইনের পাহাড়ে পাহাড়ে’ আর স্তব্ধ বড়াপানি পেরিয়ে যেতে যেতে তাঁর মনে হয়, তোমার চোখের পাতার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই বছর ষাটেকের আমি। নিজের ভালোবাসার নারীকে কবি ‘মেঘস্নাতা’ নামে ডাকেন, আর ষাটোর্ধ্বা সেই নারী যখন কথা বলেন কবি দেখেন তাঁর ‘দু-চোখের ঝিলে শালুকগুলো কাপে’, এখন তাঁরা দুজনের কোনো কথা দুজনেই বুঝতে পারেন না। শুধু অনুভব করেন ‘দু-জনের মধ্যে এক গভীর মৌনতার স্রোত বয়ে যায়।’
আকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 1.8 (h)