Katha Samanyai লেখক : সৈয়দ শামসুল হক পৃষ্ঠা : 398 কথা বাড়ে কথায় কথায়। আর এই বেড়ে ওঠা কথার নির্মাণ পদ্ধতি সাবলীল পথে কুড়িয়ে নেয় ইতিহাস ও ঐতিহ্যের কত উপাদান! আটপৌরে কথার জগৎ নিয়েই সৈয়দ শামসুল হক রচনা করেছেন “কথা সামান্যই”। লেখকের মতে এ হল ‘কথার ভেতর আমোদ খুঁজে পাওয়ার প্রয়াস’। কিন্তু এই ‘আমোদ’ কেবল স্ফুর্তির নামান্তর নয়। এ আসলে জীবনকে গভীরতর সংবেদনায় ছুঁয়ে- ছেনে দেখবার সপ্রেম সাধনা। অভিজ্ঞতার দীর্ঘ পথ পাড়ি দিয়ে, বাংলা ভাষার অন্যতম পুরোধা সাহিত্যিকের সম্মানে ভূষিত হয়ে, সৈয়দ শামসুল হক গভীর মমত্বে নিবিড় হয়েছেন আমাদের মাতৃসমা ভাষার কাছেই। নতুন ও পুরাতন কথার আদল কিভাবে পারস্পরিক আদান- প্রদানে প্রবহমান থাকে- সেইসব রহস্যের উন্মোচনে লেখক তাঁর সহজাত সপ্রতিভতার ছাপ রেখেছেন গ্রন্থটিতে। কথা সামান্যই, কিন্তু গ্রন্থটি অসামান্য। ভাষা, মানুষ, সমাজ ও ইতিহাসের প্রতি পাঠক-পাঠিকার ভালোবাসা লেখকের এই উৎস-সন্ধানী সান্নিধ্যে আরো প্রসারিত হবে-উদ্দীপ্ত হবে আপাত-র আড়ালে প্রকৃতকে আবিষ্কারের নেশা। আকার (cm) : 14 (l) X 22 (b) X 3 (h) |