Meghnadbadh Kebye Chitrakalpa
লেখক- জগন্নাথ চক্রবর্তী
পৃষ্ঠা- 303
মহাকাব্য লিখতে বসে মধুসূদন দ্বারস্থ হলেন রামায়ণের। স্মরণে রাখলেন তাঁর ‘গুরু’ জন মিলটনকে। অবশেষে ১৮৬১তে প্রকাশিত হল মেঘনাদবধ কাব্য। একাধারে তুমুল আলোচিত, জনপ্রিয়, এবং বিতর্কিত টেক্সট- রবীন্দ্রনাথ কিশোর বয়সে ফালাফালা করেছিলেন। আজও এর চর্চা অব্যাহত। সময় পালটেছে, সাহিত্যের গতিপ্রকৃতি বদলে গেছে প্রচুর। তবু যে টেক্সটগুলি আজও মানুষের মনের মণিকোঠায় উজ্জ্বল, তাদের মধ্যে অন্যতম মেঘনাদবধ কাব্য। কবি স্বয়ং লিখেছিলেন— 'You must weigh every thought- every image- every expression – every line’ কাব্যের প্রত্যেকটি ভাব, প্রত্যেকটি চিত্রকল্প, প্রতিটি উক্তি এবং পক্তি আলাদা আলাদা খুঁটিয়ে বিচার করতে বলছেন। কবির নির্দেশিত সেই বাক্য অনুসারেই তাঁরই কাব্যকে নতুন করে দেখার অবসর আছে। তাতে হয়তো আরও অনেক অনাবিষ্কৃত জিনিস উঠে আসতে পারে। আসা প্রয়োজনও। কাব্যপ্রিয় মানুষের কাছে মেঘনাদবধ কাব্যের আরও নতুন কোনো দিক যাতে উন্মোচিত হয়, সেই তাগিদেই জগন্নাথ চক্রবর্তীর এই গবেষণা।