Michael Madhusudan : Tin Sataker Chokhe
সম্পাদনা : অমিত্রসূদন ভট্টাচার্য
পৃষ্ঠা : ৭৪৪
স্বল্প সময়ের সাহিত্যজীবনে অসাধ্যসাধন করে গিয়েছিলেন মধুসূদন। মধুসূদনের জীবৎকাল ১৮২৪-১৮৭৩। তাঁর জীবন মাত্র ঊনপঞ্চাশ বছরের। এই অসমাপ্ত পাঁচ দশকের মধ্যে তিনি ১৮৪৯-এ লেখেন ‘The Captive Ladie' কাব্যগ্রন্থ। ১৮৫৯ থেকে ১৮৬২, মাত্র এই তিনটি বৎসরে মধুসূদন তাঁর প্রধান সাহিত্যকর্মগুলি বাংলা সাহিত্যকে উপহার দিয়ে যান। এই পর্বে তিনি লেখেন দু-টি নাটক, দু-টি প্রহসন এবং চারটি কাব্যগ্রন্থ-তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং বীরাঙ্গনা কাব্য। বলতে চাই, মাত্র এই তিনটি বছরে তিনি কী ভীষণ অসাধ্যসাধন করে গেলেন। মধুসূদনের সমগ্র সাহিত্যে এই তিনটি বছরই ছিল তাঁর স্বর্ণযুগ। তিনি সম্পূর্ণ এক ব্যতিক্রমী চরিত্র। বাংলা সাহিত্যের প্রতি তাঁর আবেগ তাঁর। আগ্রহ, সাহিত্যকর্মে তাঁর সংকল্প সাধনা, শ্রম ও নিষ্ঠা, তাঁর স্বপ্ন, তাঁর সাফল্য ও সিদ্ধিতে তিনি একেবারেই স্বতন্ত্র। তিনি পৃথক তিনি অনন্য। ১৮৬৬-তে চতুর্দশপদী কবিতাবলী, ১৮৭১-এ হেক্টর বব এবং তাঁর মৃত্যুর পর ১৮৭৪-এ মায়া-কানন প্রকাশিত। মাত্র তিন বছরে একজন কবি বাংলার কাব্যসাহিত্যকে বাংলার নাট্যসাহিত্যকে পাদদেশ থেকে শিখরপ্রদেশে তুলে নিয়ে এলেন- এ এক বৃহৎ বিস্ময়।
আকার: 25 (h)× 17 (w)× 5 (d)