Tirisher Kobita Ebong Poroborti
লেখক- অরুণকুমার সরকার
পৃষ্ঠা- 112
বিশ শতকের তিনের দশক। বাংলা সাহিত্যের সম্রাটের সিংহাসনে বসে আছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ‘পরিশেষ’-এর পর আবার নতুন করে লিখতে বসলেন ‘পুনশ্চ’। ওদিকে কল্লোল-কালিকলম গোষ্ঠীর কবিদের পর এলেন পরিচয়-প্রগতি গোষ্ঠীর বুদ্ধদেব বসু, সুধীন দত্তরা। এলেন অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সমর সেন। এবং জীবনানন্দ দাশ। আধুনিক বাংলা কবিতা নতুন বাঁক নিল ৷ তারপরের দশকগুলিতে একে একে উঠে এলেন নীরেন্দ্রনাথ, শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়েরা। আধুনিক কবিতা কী, তিরিশ ও তৎপরবর্তী কবিদের কবিতা-ভাবনাই বা কেমন, আধুনিকতা ও রবীন্দ্রনাথের কবিতা বিষয়ে আবু সয়ীদ আইয়ুবের মতামত কতটুকু এবং কেন তা আংশিক সত্য— এ সমস্ত কিছু নিয়েই বিদগ্ধ আলোচনা করেছেন কবি অরুণকুমার সরকার। তা ছাড়া তরুণ কবিদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সংক্ষেপে, স্পষ্টভাষায়। এই বইয়ের প্রবন্ধগুলি প্রাঞ্জল গদ্যে একজন সৎ এবং নিষ্ঠাবান কবিতা-পাঠকের দৃষ্টিভঙ্গি দিয়ে রচিত।