Goder : Jibon O Cinema
অনুবাদ, সংকলন ও সম্পাদনা : মলয় রায়চৌধুরী
পৃষ্ঠা : ১৯২
যে সময়ে হলিউড কিছু তাবড় প্রযোজনা সংস্থার ভারে নুইয়ে পড়ছে, সেই সময়ে তাদের বুড়ো আঙুল দেখিয়ে ফ্রান্সের এক নতুন পরিচালক ঝড় তুলেছিলেন সিনেমা জগতে। স্টুডিয়ো সিস্টেমের বাইরে গুটি কয়েক মানুষ নিয়ে, হাতে ধরা ছোটো ক্যামেরা, এলোমেলো সংলাপ আর দর্শককে ধাক্কা দেওয়া জাম্পকাট সম্পাদনার কায়দায় যে কেউ আস্ত ছবি বানিয়ে ফেলতে পারেন, তা কেউ তখন কল্পনাও করেননি। তুমুল সক্রিয় রাজনৈতিক কর্মী গোদার ষাটের দশকের এক গুরুত্বপূর্ণ ফরাসি পরিচালক। কে এই গোদার? গোদার ছবি করতেন হাতেগোনা লোক নিয়ে, পথেঘাটে। বিশাল স্টুডিয়োর চমক, এলাহি আয়োজন প্রয়োজন পড়েনি। তাই ছোটো ক্যামেরা হাতে ধরেই দিব্যি কাজ চালিয়েছে। কম বাজেটে দিব্যি তৈরি হয়েছে একেকটা ছবি। গোদারের সিনেমা বোঝা সত্যিই সহজ নয়। আবার খুব কঠিনও নয়। তিনি সিনেমার উদ্যাপন করতেন না। ষাটের দশক থেকে, নব্বইয়ের দশক হয়ে, এবং সহস্রাব্দের মধ্যে, ভারতে গোদারের সমসাময়িক-মণি কাউ, কুমার সাহানি, সত্যজিৎ রায়, অদুর গোপালকৃষ্ণান, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক-ফরাসি ফিল্মের নতুনত্বের দ্বারা প্রভাবিত হয়েছিলেন আর ভারতে নিজস্ব তরঙ্গের সূচনা করেছিলেন যাকে অনেকে বলেন কমার্শিয়াল সিনেমার বিপরীতে সমান্তরাল সিনেমা।
আকার : 21.7 (h) x 14 (W) x 2 (d)