Galpa Niye Upanyas Niye
লেখক : হিমবন্ত বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : ২৪৮
গল্প হল বর্ণিত আখ্যান। শিল্প- বাণিজ্যের প্রসারে এবং প্রযুক্তি ও যন্ত্রের প্রভাবে মানুষের জীবনে এসেছে ব্যস্ততা। আগের মতো বড়ো বড়ো সাহিত্য পড়ার সময়ও সংকুচিত হয়েছে কিন্তু তবুও গল্প নিয়ে উপন্যাস নিয়ে সাধারণ পাঠকের আগ্রহ একটু বেশি। প্রবন্ধ কিছুটা টেকনিকাল, কবিতা যেন সকলের হয়েও সকলের নয়। নাটক যতটা দেখা, শোনা বা করার ঠিক ততটা পড়বার নয়। কিন্তু আখ্যানের খিদে সকলের, কথা সাহিত্য প্রায় সকলকেই সহজে টানে।
বাংলা সাহিত্যে উপন্যাস এবং গল্পের ইতিহাস বিশেষভাবে ঝলমলে। বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথের মতো বিশ্বমানের প্রতিভা এগুলির সূচনাবিন্দু আর সরণির বাতিস্তম্ভ। তারপর আরও সব উজ্জ্বল নামের উত্তরাধিকার ধারাবাহিক ভাব সেই ইতিহাসের মুখকে উজ্জ্বলতর করেছে, করে চলেছে। সেই পরম্পরা থেকে সচেতন চয়নে কিছু নাম, কিছু বিষয়, কিছু তাৎপর্যময় রচনা ও প্রসঙ্গকে বেছে নিয়ে তৈরি হয়েছে এই বই ‘গল্প নিয়ে উপন্যাস নিয়ে'। নানা উপন্যাস রোচক ভাষা ও ভাষ্যে, বিশ্লেষণে মুনশিয়ানায় আর শিল্পিত স্বভাবে যা পাঠকের মনোযোগ আকর্ষণ করবেই।
আকার: 22 (h)× 14 (w)× 2.1 (d)