Swapnamay Bismarane
লেখক : প্রণবকুমার চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 64
'বৃষ্টিতেই বসে কাঁদা ভালো/ চোখের জলের ধারা/ মানুষ বোঝে না/ আত্মপ্রচার বিমুখ' একজন মানুষ আটের দশক থেকে কবিতা লিখছেন, কথা বলেন অকপট, জীবনযন্ত্রণার বর্ণনায় যেন পদাবলিকার, ঈশ্বর অবিশ্বাসী, অনায়াসে বলতে পারেন/ কপালে নারায়ণ শিলা ঠুকে বুঝিয়েছে/ প্রণাম করা কতটা জরুরি/ নিজের গড়ে নেওয়া এক আশ্চর্য দ্বীপে বাস করেন, একা, স্বপ্নে হানা দেওয়া শৈশব, যৌবনের অস্থির উজ্জ্বলতা, আপাত বিস্মৃতি স্বপ্নে জীবন্ত হয়ে খেলা করে। নস্টালজিয়া আক্রান্ত বিনিদ্র রাত, কায়াহীন নিজের মুখোমুখি, একান্ত আলাপচারিতা কথকের মতো সামনে তুলে আনে যা বিস্মরণেও স্বপ্নময়। পাশাপাশি হাঁটে, কথা বলে ভালোবাসার।
আকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1.1 (h)