Dibas Ratir Majh Kinaray
লেখক : পূর্ণা মুখোপাধ্যায়
পৃষ্ঠা : 64
কারা যেন ভালোবাসে। কারা যেন সুর থামিয়ে রেখে ‘আসছি’— বলে চলে যায় একেবারে। একই গ্রহের বুকে কত দূরত্বের বাসা। ব্যথা যেন সাগরের বুকে ফসফরাসের মতন জ্বলে। লুকোচুরির সেই নিত্য খেলাঘরে সব ঢেউয়ের শেষে যা পড়ে থাকে, তাকেই আমরা ‘প্রেম’ বলে ডাকি। মন বলে— ‘একদিন সমস্ত প্রাণ দিয়ে চেয়েছি তোমাকে।/ আমার হৃদয় পূর্ণিমার সমুদ্রের মতো/ সর্বদা চঞ্চল ছিল সেই আকর্ষণে।/ পলকের বিরহে তখন আঁধার জগৎ/ কত সেতু পেরিয়েছি কত দুর্গম পথ / অসাধ্য সাধন করে তোমার কাছে পৌঁছব বলে। নিকট-দূরের সেই সন্মোহনে রাত তারপর ক্রমে মধ্যরাতকে ছুঁল। শিল্পের আঙুল এসে হাত রাখল মননের মরমি হৃদয়ে। কত থেমে যাওয়া বিলাবলের বাষ্পঘেরা সন্ধ্যায়, চিরচেনা কেউ আবারও সেই স্মৃতির সামনে গিয়ে দাঁড়াল। বলল— ‘অবশেষে চলে গেছ সমুদ্রের অপর তীরে/ সে জগৎ কি সংগীতময়, সব সংগীতের অতীত?/ তোমার সুরের স্রোতে ভেসে/ সে-বার্তা কোনোদিন পৌঁছোবে না পৃথিবীর কাছে।’ তবু শব্দ জন্ম নেবে। কথা হয়ে উঠবে তারা। ভেসে যাবে তারা কূল ছাপানো কোনো এক ডুবো নদীর তীর ঘেঁষে।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)
 
             
               
               
                  