Algoche Sorai Bikel
লেখক : পীযূষ ভট্টাচার্য
পৃষ্ঠা : 64
‘সোনালি রোদ্দুর, কতদুরে তুমি?/ জানালার শার্সি ছুঁয়ে, ঘুলঘুলি বেয়ে/ এইবার নেমে এসো/ আমার মুঠোর শীতলতায়’। কবি পীযুষ ভট্টাচার্য কবিতা লিখছেন অনেকদিন। প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কাব্যগ্রন্থ। আপাত সহজ-সরল ভঙ্গিমায় গভীরতার তল খুঁজতে চান তিনি। কখনো কখনো তাঁর এই আন্তরিক অভিযান কবিতা পাঠককে এনে দেয় মুগ্ধতার আবেশ। প্রেম- ভালোবাসা এবং অপত্য স্নেহের কথা বারবার ফিরে এসেছে তাঁর কবিতায়। ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মেধার সংমিশ্রণ ঘটিয়েছেন কবি। অথচ কখনোই তাঁর কবিতা স্বতঃস্ফূর্ত গতি হারায়নি। দুরূহ ভাষাকে অযথা প্রশ্রয় না দিয়ে স্বাভাবিক তাঁর উচ্চারণ। ‘স্বপ্ন পুনরায়’ শিরোনামে লিখেছেন, ‘তোকে ভাবতে ভাবতেই/ হিমমাখা সকাল গড়িয়ে সন্ধে হয়—/ সন্ধের বুকে আবার জন্ম হয় তোর’। ছন্দের প্রতি অনুরাগে লিখেছেন, 'সকাল, তার মুখ দেখেছি, শিশিরভেজা জুঁই,/ ভালোবাসার আরশি জুড়ে ব্যাপ্ত থাকিস তুই। ব্যক্তিসম্পর্ক, প্রকৃতি প্রেমের অনুষঙ্গ ধরে লেখা বেশ কিছু কবিতা কাব্যগ্রন্থটির মর্যাদা বাড়িয়েছে। ‘তুই এক সংলাপ/ চুরি যাওয়া নাটকের পট;/ আজ ফুল ফোটাও যন্ত্রণার টবে/ ঝরবার আগে’।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)