Hyaniman লেখক : নির্মলচন্দ্র সুকুল পৃষ্ঠা : 112 হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রবর্তন করেছিলেন যিনি সেই হ্যানিম্যানকে নিয়ে লেখা এই নাটক। যুক্তিহীন আসুরিক চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছিলেন হ্যানিম্যান। কিন্তু তাঁর প্রবর্তিত চিকিৎসাপদ্ধতির তীব্র বিরোধিতা করেছিলেন তৎকালীন চিকিৎসক সমাজ ও স্বার্থান্বেষী ঔষধব্যবসায়ীরা। প্রচলিত পথে হাঁটলে হয়তো বিপুল ঐশ্বর্যের অধিকারী হতে পারতেন। পরিবর্তে জীবন কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। তাঁর জীবদ্দশায় তাঁর আবিষ্কৃত তত্ত্বের বৈজ্ঞানিক স্বীকৃতি মেলেনি। হ্যানিম্যানের নাটকীয় বিড়ম্বিত জীবনই নাট্যরূপ পেয়েছে এই গ্রন্থে। |