Kabyaosamput লেখক : ভারতী লাহিড়ী পৃষ্ঠা : 64 কাব্যনাট্য বিশ শতকের আধুনিক সাহিত্যে এক নতুন আঙ্গিক। মূলত এলিয়টের কারণেই সাহিত্যের এই নতুন শাখাটি মূল্যবান হয়ে উঠেছে। ‘কাব্যসম্পুট’ পাঁচটি কাব্যনাটকের সংকলন। কাব্যনাটক শুধুই কবিতা নয়, বলা যেতে পারে নাট্যগুণসম্পন্ন কবিতা, যাতে inner reality-র প্রকাশ ঘটে। বিশিষ্ট কবি ও অধ্যাপক তরুণ সান্যাল তাঁর ছাত্রীর এই গ্রন্থটির জন্য মূল্যবান একটি ভূমিকা লিখে দিয়েছেন। ঠিকই বলেছিলেন তিনি শৈশবের আশ্চর্য অন্বেষণ বিশ্বকে যে নবীকরণ করে পরিণত বয়সে, ভারতী স্তরে স্তরে কথা বা চরিত্র সাজিয়ে ওই জীবন খুলে ধরেছেন।’ ‘কবি ও রাত্রি’ শেষ হয় কবির এই কথায় ‘এখন আমি মৃতপ্রায় / রক্তস্রোতে আমি ভাসছি / রক্ত গোলাপের পাপড়ি আমার সারা গায়ে / দূরালোকের গন্ধে ভরে উঠছে আমার মন / মৃত্যু যেন দূর নক্ষত্রের তলে / নিদ্রাহীন চেতনায় ঘুপাড়ানি গান।’ কবিতা পাঠকের কাছে বইটি সমাদৃত হবে আশা করা যায়। |