Chin Theatre Achin Theatre
লেখক : অংশুমান ভৌমিক
পৃষ্ঠা : 144
চিনের সঙ্গে ভারতের যোগসাজশ আদ্যিকালের হলেও সে-দেশের অনেকটাই আমাদের অচেনা। ইদানীং তো হরেক কিসিমের ঝুটঝামেলা লেগে আছে দু-দেশের মধ্যে। কূটনৈতিক কাঁটাতারের বেড়া ডিঙিয়ে সাংস্কৃতিক লেনদেনের পথে হাজারও বাধাবিপত্তি। চিনে খাবারে আমরা মজে থাকলেও চিনের গান বাজনা নাচ বা নাটক নিয়ে আমাদের ধারণা নেই বললেই চলে। অথচ চিনের নাট্যচর্চা ভারত বা গ্রিসের মতোই প্রাচীন, মহাচিনের নানা এলাকায় তার নানান রকমফের। তা যেমন বর্ণাঢ্য, তেমন বৈভবী। ভূগোল-ইতিহাসের পটপরিবর্তনের সঙ্গে তার নাড়ির যোগ। আধুনিক চিন তার সামন্ততান্ত্রিক অতীতের জমিতে বুনে দিচ্ছে জাতিগর্বের বীজ, তার সমাজতান্ত্রিক বর্তমানের আকাশে ওড়াচ্ছে দুনিয়াদারির হাওয়াই। নিজেদের ঐতিহ্যবাহী নাট্যকলার প্রচার ও প্রসারে মন দিয়েছে চিনের সরকার। পাশ্চাত্যের চশমা নাকে এঁটে প্রাচ্যের শিল্পপরম্পরাকে দেখার আধা-ঔপনিবেশিক অভ্যাসকে বদলানোর জন্য উঠে পড়ে লেগেছে চায়না থিয়েটার অ্যাসোসিয়েশন। তাদের ডাকে ২০১৬, ২০১৭ পরপর দু-বছর চিনে গিয়ে সে দেশের নাট্যচর্চার হালহকিকত খুব কাছ থেকে দেখেছেন লেখক। অভিজ্ঞতা আর অনুভব ধরে রেখেছেন নাট্যজিজ্ঞাসুর ডায়েরিতে। রম্য গদ্যে লেখা এই বই একাধারে আজকের চিনের ঝাঁকিদর্শন ও সেখানকার তিলোত্তমা শিল্পের রকমারি দিগন্ত আবিষ্কারের বয়ান।
আকার(cm) : 12.6 (l) X 18.5 (b) X 1.4 (h)