Utpal Dutta
লেখক : শঙ্কর শীল
পৃষ্ঠা : 726
উৎপল দত্তের মূল্যায়নের ক্ষেত্রে বিপত্তি ঘটেছে বারংবার। কখনো তাঁর প্রতি রাজনৈতিক বিরোধিতার কারণে; কখনো তাঁর মনন ও সৃষ্টিকর্মের বহুধাবিস্তৃত বিশাল জগতের গভীরতা অনুধাবনে সমালোচকদের অক্ষমতার কারণে; কখনো-বা স্রেফ দায়িত্ব এড়ানোর নানা ছলে। ফলে উৎপল দত্তের প্রকৃত পরিচয় অধরা থেকে গেছে। বর্তমান গ্রন্থের লেখক মনে করেন, কোনো পূর্বপরিকল্পিত ছকে বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের মাপকাঠিতে উৎপল দত্তের মূল্যায়ন করতে গেলে ভ্রান্তি অনিবার্য। তাঁর মতে, কোনো শিল্পীর মূল্যায়ন করার আগে প্রথমে জানা প্রয়োজন শিল্পীর নিজস্ব চিন্তা, অনুভব, বিশ্বাস, উপলব্ধিগুলি আসলে কীরকম ছিল; এবং সেগুলি কীভাবে তাঁর সৃষ্টিকর্মে প্রতিফলিত হয়েছিল। উৎপল দত্তের নিজস্ব চিন্তা, বিশ্বাস ও উপলব্ধিগুলি কীভাবে প্রোথিত ছিল তাঁর মননের জগতে এবং সৃষ্টিলোকের নানা বৈচিত্র্যময় শাখাপ্রশাখায়- এগুলি না-জানলে ও না-বুঝলে উৎপল দত্তের প্রকৃত পরিচয় পাওয়া যাবে না। এই প্রক্রিয়ায় এ গ্রন্থ হয়ে উঠেছে উৎপল দত্তের মনন ও সৃজন জগতের এক ব্যাপক ও গভীরগামী অনুসন্ধিৎসু অভিযান। লেখক সবিস্তারে তুলে ধরেছেন ইতিহাস ও সমকালের প্রেক্ষাপটে উৎপল দত্তের রোমাঞ্চকর জীবনবৃত্তান্ত, তাঁর মননঋদ্ধ ও মতাদর্শভিত্তিক শিল্পচিন্তার জটিল ও দুরূহ স্তরগুলির সাবলীল ব্যাখ্যা করেছেন, তাঁর বিশাল সৃষ্টিলোকের অনুপুঙ্খ বিশ্লেষণে বিচার করেছেন শুধু উৎপল দত্তের রাজনীতি নয়- সেই সঙ্গে সমাজ, রাষ্ট্র, ইতিহাস, দর্শন, ধর্ম, মনস্তত্ত্ব, নারীমুক্তি, মানুষে-মানুষে সম্পর্কের নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম দিক সম্পর্কে উৎপল দত্তের বিস্ময়কর ও ব্যতিক্রমী চিন্তাপ্রবাহকে। উৎপল দত্ত সম্পর্কে গবেষণা, আলোচনা, চর্চার ক্ষেত্রে এটি একটি আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে।
আকার(cm) : 14.5 (l) X 22 (b) X 4 (h)