Anya Aloy Shambhu Mitra
লেখক : শোভন গুপ্ত
পৃষ্ঠা : 96
শম্ভু মিত্র। ভারতীয় থিয়েটারের অবিস্মরণীয় প্রতিভা। গিরিশ-শিশিরযুগের পর বাংলা তথা ভারতীয় থিয়েটারকে একার হাতে বিশ্বমানচিত্রে স্থাপন করেছেন যিনি, যাঁর অভিনয়ক্ষমতা তুলনীয় হয় বিশ্ববন্দিত অভিনেতা স্যার লরেন্স অলিভিয়ের-এর সঙ্গে, যে অভিনয়কে বিশিষ্ট অভিনেতা অমল পালের ব্যাখ্যা করেন ‘ধ্রুপদী সঙ্গীত শোনার অভিজ্ঞতা’ হিসাবে, সেই বিরলক্ষমতার অধিকারী মানুষটির কীর্তি নিয়ে বহু মতামত শোনা গেছে। বিভিন্ন সময়, আলোচনাও হয়েছে বিস্তর। তাতে প্রশংসার সঙ্গে বিরুদ্ধমতের স্বরও ছিল বেশ। হতেই পারে। কোন মানুষ যতই ক্ষমতাশালী বা প্রতিভাধর হোন না কেন, সমালোচনার তীরে বিদ্ধ হন নি এমন মানুষ একান্তই বিরল। যেখানে স্বয়ং রবীন্দ্রনাথকে পর্যন্ত সহ্য করতে হয়েছে বিরুদ্ধবাদীদের প্রবল আক্রমণ। সেখানে বাকিরা আর কীভাবেই বা ছাড় পাবেন! তবু এই মহাপ্রাণের জন্মশতবর্ষে সাধারণ নাট্যমোদী মানুষের কাছে তার জীবনের বিভিন্ন বাঁকে নাটককে পাখির চোখ করে এগিয়ে যাওয়া পথের বিস্তর টানাপোড়েন এবং একই সঙ্গে বাংলা থিয়েটারের জমে থাকা বহু না বলা কথা দিনের আলোয় নিয়ে আসার একান্ত বস্তুনিষ্ঠ প্রয়াস— ‘অন্য আলোয় শম্ভু মিত্র’।
আকার(cm) : 14.3 (l) X 21.8 (b) X 1 (h)