Yuvarani Diana
লেখক : নবকুমার বসু
পৃষ্ঠা : 512
তারকাদের নিয়ে মানুষের কৌতূহল অদম্য। আর তা যদি হয় রাজপরিবারের কাউকে ঘিরে, তা হলে আগ্রহ বাড়ে চূড়ান্ত। তাঁদের রহস্যময় জীবনকে চেনার আকাঙ্ক্ষা গভীরতর হয়। যুবরানি ডায়ানার আবেদন শুধু তাঁর সৌন্দর্য এবং রহস্যময়তার জন্যই বাড়েনি। তিনি ব্যতিক্রমী। শুধু শারীরিক নয়, মানসিক সৌন্দর্য তাঁকে করে তুলেছে অনন্যসাধারণ। কিন্তু রাজপরিবারের বউ হতে গিয়ে, যুবরানি হতে গিয়ে তাঁর ভাঁড়ারে কি সুখ এসেছে? মিলেছে প্রেম? প্রীতি? ভালোবাসা? অপমান। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া ও কাছের মানুষকে জড়িয়ে পড়তে দেখার গ্লানি। সেও কি কম নাকি? রাজমহলের বাধানিষেধকে পরোয়া করেননি ডায়ানা কোনো দিন। যুবরাজের বিবাহ-বহির্ভূত সম্পর্কের যন্ত্রণায় দগ্ধ হতে হতে মুখ খুলেছেন। বিতর্কিত হয়েছেন। ভালোবাসার কাঙালিনি নিজেও জড়িয়েছেন সম্পর্কে। সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে জবাব দিয়েছেন। ভেঙেছেন, নিজেকে গড়েছেন। ক্লান্ত হয়েছেন, সামলে নিয়েছেন। তাঁর রূপের আগুনে পতঙ্গের মতো যত পুরুষ এসে ঝাঁপ দিয়েছে, ডায়ানা নিজেও কি পুড়ে মরেননি নিজের ব্যক্তিত্বের সামনে? যুবরানি ডায়ানা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। রাজপরিবারের বর্ম থাকলেও জীবন গোলাপময় হয় না। তার কাঁটায় ক্লিষ্ট জীবন থেকে রেহাই পেতে বারবার নিজের কাছ থেকে মুক্তি চেয়েছেন যুবরানি ডায়ানা। যুবরানি নয়, ব্যতিক্রমী ডায়ানা স্বচ্ছন্দ হয়ে উঠেছেন ‘প্রিন্সেস অফ ওয়েলস’ পরিচয়ে। রহস্য আর অবগুণ্ঠনে মোড়া ডায়ানার এই কাহিনি বারবার মনে করিয়ে দেবেই বহুল আলোচিত ইংল্যান্ডের রাজপরিবারের ইতিহাসের কথা, যার আলোয়, অন্ধকারে আজও চাপা পড়ে আছে রাজমহলের রোশনাই।
আকার (cm) : 16.5 (l) X 24 (b) X 3.6 (h)