Aami Lohiau Bolchhi
লেখক : নন্দদুলাল আচার্য
পৃষ্ঠা : 60
নন্দদুলাল আচার্য-র কবিতা মানেই আশ্চর্য এক যাদুজগৎ। বিষয় প্রতিমা, চিত্রকল্প, শব্দবুনন ও নিভৃত উচ্চারণে তাঁর কবিতা স্বাতন্ত্রে উজ্জ্বল। ছন্দে তাঁর হাত সুদক্ষ। ছন্দহীনতাতেও। বারুদে অগ্নিমুখ পলতের মতো নিজের গোটা অস্তিত্বকে ঢুকিয়ে দেন তিনি কবিতায়। যখন তিনি লেখেন, তাঁর শরীরের প্রতিটি রোমকূপে সাইরেন বাজতে থাকে। জন্মমুহূর্ত থেকে কনডেম্ড এই কবির কবিতা প্রধানত শারীরিক। কোন বিষয়কে তীব্রভাবে অনুভব দিয়ে স্পর্শ করতে না পারলে তিনি লিখতে পারেন না। ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে তিনি অবলীলায় অন্বিত করেন দেশ-কাল সময়কে এবং এভাবেই তাঁর কবিতা একটা বড় পটভূমি এক তাৎপর্য পেয়ে যায়। তাঁর কবিতায় বিভিন্ন সময়ে আমরা নানা বাঁক ও পালাবদল লক্ষ্য করেছি। কখনো বৌদ্ধসংস্কৃতির চালচিত্রে, কখনো দেশবিদেশের লোক-পুরাণে, কখনো গ্রামীণ জীবনের উপাদানে তিনি তল্লাশ করেছেন। নিজস্ব ঘরানা। প্রচলিত রীতি ভেঙে অগ্রজদের সাজানো ব্যুহ তছনছ করে, বিষয়ের নবীকরণে, আততায়ীর মতো তিনি প্রবেশ করেন শরীরী অনুরতির বুনটে। নিছক কবিতা লেখাই তার ধর্ম নয়। এক অমোঘ জীবন প্রশ্ন নিরন্তর তার কাব্যবোধকে উদ্দীপিত করে। তাঁর মর্মমেঘ থেকে 'বৃষ্টি নয়, মাধ্বী ঝরে পড়ে।' শরীরী একমাত্রিকতায় নয়, প্রেমের বহুরৈখিকতায় এই কাব্য মহান হয়ে উঠেছে।
আকার (cm) : 14 (l) X 21.7 (b) X 1.1 (h)