Dokkhin Paschim Simanta Banglar Anchalik Kabita Samagra 1
সম্পাদনা : নন্দদুলাল আচার্য
পৃষ্ঠা : ৩৩৬
গত পঞ্চাশ বছরের অধিককাল আগে আঞ্চলিক ভাষার কবিতার আবির্ভাব। জনপ্রিয়তার নিরিখে এর পাঠক সংখ্যাও ক্রমবর্ধমান। বাচিক শিল্পীরাও এই আঞ্চলিক উপভাষার কবিতা আবৃত্তিতে বিশেষ শ্লাঘা বোধ করেন। গণশিল্পী, লোকশিল্পীগণ ও আঞ্চলিক উপভাষায় লেখা ছড়া ও গানে সুরারোপ করে শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সময় ও সমাজের গভীরে শিকড় চালিয়ে সমসময়ের দ্বন্দ্ব ও সংকটকে তুলে ধরেছেন আশ্চর্য কুশলতায়। ফলে এর জনপ্রিয়তা তুঙ্গে।
এই সংগ্রহের অধিকাংশ কবিতাই ঝাড়খণ্ডি ভাষায় লেখা। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম, ঝাড়খণ্ডের ধানবাদ, ঝরিয়া, জামতারা, সিংভূম, রাঁচি, প্রভৃতি অঞ্চলের প্রচলিত লোকভাষায় রচিত কবিতাগুলিকেই বাংলা আঞ্চলিক কবিতাসংগ্রহে মূলত স্থান দেওয়া হয়েছে। এই সংগ্রহটিকে বলা যাতে পারে দক্ষিণ-পশ্চিম সীমান্ত বঙ্গের আঞ্চলিক উপভাষায় রচিত কবিতাসংগ্রহ। বস্তুত শিষ্ট বা মান্য ভাষারই কবিদের প্রান্তিক লোকসাধারণের উদ্দেশ্যে আঞ্চলিক উপভাষায় রচিত কবিতাগুলিকেই গ্রহণ করা হয়েছে। ব্যাতিক্রমও আছে কিছু ক্ষেত্রে। উল্লেখিত জেলাগুলি ছাড়া অন্যান্য জেলাকেও বুক পেতে ধারণ করেছে এই সংকলন। সহমর্মী মানুষ না হলে আঞ্চলিক ভাষার অন্তর্নিহিত ঐশ্বর্য ও রসগ্রহণে ব্যর্থ হবেন।
আকার: 21.7 (h)× 14 (w)× 2.5 (d)