Santrashbad Bonam Ainy Santrashbad Bitorko
সম্পাদনা ও সংকলন : অর্জুন গোস্বামী
পৃষ্ঠা : 96
বাংলা রাজনীতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উত্তরকালে যে রূপে আবর্তিত হয় তাকে ঐতিহাসিকেরা স্বদেশি যুগ হিসেবে আখ্যায়িত করেন। স্বাধীনতা আন্দোলনকারীদের ইংরেজ সরকার সন্ত্রাসবাদী হিসেবে চিত্রিত করত। এই পর্বে আন্দোনলকারীদের উপর চালাত চরম নিপীড়ন। স্বদেশি আন্দোলন ছিল সারা ভারতব্যাপী যে স্বাধীনতা আন্দোলন তারই এক বিশেষ অংশ। অবশ্য স্বদেশি আন্দোলনের যোদ্ধারা ভারতবর্ষ থেকে ইংরেজদের হটিয়ে দেওয়ার লক্ষ্যে অহিংস পন্থা বর্জন এবং সশস্ত্র যুদ্ধের কথা উচ্চারণ করতেন। এর পরিণতি স্বরূপ ইংরেজ সরকার চালু করলেন ক্রিমিনাল আইন, ১৯২৪ সালে যা Bengal Criminal Law Amendment Ordinance হিসেবে ভারতবর্ষের ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। এই অর্ডিন্যান্স জারির যথার্থতা নিয়ে Bengal Legislative Assembly-তে যে আলোচনাসভা হয় এই গ্রন্থটি সেই অধিবেশনেরই সম্পাদিত প্রতিবেদন। এতে অংশগ্রহণ করেছিলেন বিপিন পাল, জিনা,ডি. আয়েঙ্গার, অমরনাথ দত্ত,স্যার আলেকজান্ডার মুডিম্যান প্রমুখ।