Swasyabedonar Beej
লেখক : অমিত দে
পৃষ্ঠা : ৬৪
‘ক্ষতের উপমায় লুকোতে’ চান যে কবি তাঁর কাব্যগ্রন্থ যে জীবন-অভিজ্ঞতার সারাৎসার সে কথা বলার অপেক্ষা রাখে না। শব্দবন্ধে মাগধীর সুর আর ছন্দের অক্ষরস্বাদ পাঠককে পৌঁছে দেবে অজানা ভাটিয়ালিপুরে। বিশ্বপ্রকৃতির বিবর্তনের মাঝেই লেখা থাকে চিরায়ত দর্শন। সেই দর্শন জীবনের সঙ্গে একাত্ম হয়ে জন্ম দেয় শস্যবেদনার বীজ। কবি জানেন ‘শব্দরা স্মৃতির ঘর’। তাই ‘লুকানো বাঁশির মতো স্পর্শ আর সুরে জাগায় নিজেকে’। ধীর স্বরে কবির উচ্চারণ —‘অতীত কুড়োতে নির্বাসনে যাব/ নৌকোটির মতো/ বোতামে বোতামে ছোটো হয়/ গলাবদ্ধ সাদা জামা’ কিংবা কবির কাছে জীবনের অর্থ ‘বুদবুদের মতো জীবন চলে যায়/ নীচে স্রোতের সারণী/ জল তুমি আঁজলা থেকে নেমেছ/ কতটুকু?’ এই জীবনের আশ্রয় অনেকটা জমানো মুদ্রা নিজেকে খরচ করে চিনে নিতে হয়।
বোধ ও চিন্তার দর্শন না থাকলে জীবনদর্শনের সুর উপলব্ধ হয় না। সমগ্র কাব্যগ্রন্থে জুড়ে আছে চিরায়ত জীবনদর্শনের সুর। প্রকৃতি ও মানুষ একাকার হয়ে যাওয়া চিত্রকল্প পাঠকের অনুভূতির দরজায় আঘাত করবে বলেই বিশ্বাস। রসের উদ্রেক করাই তো কাব্যের কাজ !
আকার : 21.7 (h) x 14 (W) x 1.5 (d)