Luipa'r Kaalsaap
লেখক : মোহিত কামাল
পৃষ্ঠা : 96
চঞ্চল চিত্ত কালসাপের ছোবল খায় হাজার বছর আগে চর্যাপদকার লুইপা রচিত ‘চঞ্চল চীএ পইঠা কাল’-এর এই আধুনিক ভাবার্থ একালের সামাজিক জীবনযাপনে কতটুকু প্রাসঙ্গিক? তারই এক তুলনামূলক আখ্যান রচনা করেছেন কথাসাহিত্যিক মোহিত কামাল। পাঁচ (পঞ্চ বি ডাল) ইন্দ্রিয়ের সঙ্গে মানুষের মস্তিষ্কের যোগাযোগ রয়েছে স্নায়বিক ও মনস্তাত্ত্বিক এ তথ্যটি উপন্যাসে ব্যবহার করে এক ঐন্দ্রজালিক নির্মিতিতে চরিত্র হিসেবে চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীকে পাঠকের সম্মুখে উপস্থিত করেছেন তিনি। শাস্ত্রী মহাশয়ের সঙ্গে হাজার বছর আগের চর্যাকার লুইপার অলৌকিক সংলাপও উপস্থাপন করেছেন। মেডিটেশনের মাধ্যমে একালের নাট্যকর্মী স্বাতীর আত্মা ভ্রমণ করেছে হাজার বছর আগের চর্যাপদের ডোম্বীর কুঁড়ে ঘরে ধ্যানমগ্নতার মধ্য দিয়ে অর্জিত জ্ঞানের আলোয় সে প্রত্যক্ষ করেছে সেকালের ব্রাহ্মণরাজন্যের ভোগবিলাস ও ব্যভিচারের বাস্তব চিত্র। একই সঙ্গে আপন আলোয় জেগে উঠে স্বাতী অভিনবভাবে মস্তিষ্কে আসন দিয়েছে লুইপাকে। উপন্যাসের বৃহৎ ক্যানভাস জুড়ে সে সংযোগ ও সংলাপ করেছে লুইপার সঙ্গে। এভাবে সেকাল এবং একালের মধ্যে জীবনবোধ, নৈতিক মূল্যবোধ ও জীবনাচারের চিত্র আঁকা হয়েছে উপন্যাস জুড়ে।
আকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1 (h)