Rabindranather Chabi
লেখক- শঙ্কর শীল
পৃষ্ঠা- 111
রবীন্দ্রনাথের আঁকা ছবি নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। কিন্তু রবীন্দ্রনাথ কেন ছবি আঁকতেন সেই আলোচনা তুলনায় কম। এ বিষয়ে যেটুকু আলোচনা হয়েছে, সেগুলি অধিকাংশই যুক্তির বিচারে গ্রহণীয় নয়, তাই ভিত্তিহীন। অনেকে মনে করেন, রবীন্দ্রনাথের আঁকা ছবি তাঁর এক গভীর মানসিক সংকট থেকে সৃষ্ট হয়েছিল। রবীন্দ্রনাথের সারা জীবনব্যাপী অবদমিত নানা কামনা-বাসনার প্রকাশ ঘটেছে তাঁর ছবিতে। আবার কারও মতে রবীন্দ্র-চিত্রকলা কবির অবচেতনের সৃষ্টি। এই গ্রন্থের লেখক বিস্তারিত আলোচনা করে দেখিয়েছেন এই সমস্ত বক্তব্য যুক্তিবর্জিত, ভ্রান্ত। রবীন্দ্রনাথ কেন ছবি আঁকতেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে এবং সেই সব দ্বন্দ্বে রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার মধ্যে। এ গ্রন্থ রবীন্দ্রনাথের চিত্রকর হয়ে ওঠার কারণগুলি তুলে ধরার পাশাপাশি কবির শেষজীবনের মনস্তাত্ত্বিক ভাঙা-গড়া ও জীবনদর্শন কীভাবে তাঁর ছবিতে প্রভাব ফেলেছে সে-দিকেও আলোকপাত করেছে।