Joginir Ghat
লেখক : শ্রেয়া চক্রবর্তী
পৃষ্ঠা : 64
কবিতা এখানে গল্প বলে আগামী জন্মের। যে কোনো সংগমেরই মোহনা-পথ মৃত্যু। প্রেমের শরীর জুড়ে খেলে বেড়ায় সূচ-সুতোর সূচিশিল্প। আর কবি লেখেন মহাবিশ্ব জুড়ে তারই রূপক-কাব্য। কত শত প্রজ্ঞাহীন ভোরে এলোমেলো কত শব্দেরা হারায় পথ। নদীপথের মতো ঠিক এঁকে বেঁকে তারা খুঁজে নেয় যোগিনীর ঘাট। কবি শ্রেয়া চক্রবর্তীর কলম জুড়ে কবিতার ঝরনা। তাঁর কাব্য জুড়ে মেটাফরেরা শুয়ে থাকে সাবলীল। আর কবি নিজের বিনি সুতোয় একের পর এক গেঁথে চলেন প্রেমের অঙ্ক, সম্পর্কের সমীকরণ কিংবা সহবাসের যোগ-বিয়োগ। সেখানে মানুষ ব্রাত্য, অনুভূতিরাই শেষ কথা বলে। এবং কবি চাইলে মরতে পারেন হাজারও বার। কবির প্রেম শারীরিক, মানসিক। এবং নৈসর্গিকও। দুই মানুষের প্রেম অথবা সাক্ষী তিলোত্তমার বুকে ভর দিয়ে সর্পিল আকারে গড়ে ওঠে সে সব রূপকথারা। তাই কবি অনায়াসে লেখেন:
‘আর আসব না কোনোদিন অসময়ে গায়ে জল লেগে পার হয় স্থানান্তর কাল হঠাৎ ডাক আসে যেখানেই থাকো ফিরে তো যেতেই হয় ঘরে পুনর্বার তার চেয়ে ঘুম থেকে না ওঠাই ভালো ফিরে যাক সে ফেরার প্রজ্ঞাহীন ভোরে ঘুমের ভেতর জল অফুরন্ত স্নানে নেবেই আমায় টেনে ক্রমশ অন্তরে।'
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)