Madhukorer Potokatha
লেখক- অলকানন্দা গোস্বামী
পৃষ্ঠা- 64
কবিতা চলে নিজস্ব চালে। ‘এরই মাঝে কৌতুক, এরই মাঝে বাহবা, এরই মাঝে মেঘলা আকাশ— এই সঙ্গে চলতে থাকে যাপন— কাল কী হবে জানা থাকে না।' কালের কথা কেউ জানে না। আগামিকাল নয়— 'কাল'— অর্থাৎ সময়। সময়ের পটভূমিকায় কবিতা ছায়া ফেলে যায়। চিহ্ন কিছু পড়ে থাকে তার। সেই চিহ্ন আঁকেন মধুকর। মৌচাক বাঁধেন। প্রতিটি প্রকোষ্ঠ তাঁর অন্তরের শক্তি দিয়ে গাঁথা। প্রতিটি প্রকোষ্ঠে তার ভরা থাকে গাঢ় মধু, তাঁর নিজের অনুভব। সত্তা ছেঁকে তুলে আনা কিছু শব্দ, তাকে সাজিয়ে দেন মাত্রাবৃত্তে, অক্ষরবৃত্তে, কখনও এলায়িত অলস গদ্যছন্দে। তৈরি হয়ে ওঠে পটচিত্র। চিত্র কথা বলে, কবির কথা— মধুকরের কথা।