Bisadsindhu Othoba Drohokaler Premer Kobita
লেখক: সৌগত চট্টোপাধ্যায়
পৃষ্ঠা: 112
প্রেম কেমন তার ধারণা বা সংজ্ঞা শব্দে দেওয়া মুশকিল। কারণ প্রেম নানা রকম। দেশের প্রতি প্রেম এক রকম, দেশের মানুষের প্রতি প্রেম আর এক রকম। যে শহর কারও জীবনের অনেক কিছুর সাক্ষী, তার প্রতি প্রেম ভিন্ন। আছে ঈশ্বর প্রেম। আবার প্রিয়তমা নারীর কাছে সমর্পিত যে প্রেম, তা কখনও দাউ দাউ করে জ্বলে ওঠে অলক্ষে, কখনও চুপিসারে জানান দিয়ে যায় নিজের অস্তিত্ব। কবি সৌগত চট্টোপাধ্যায়ের প্রেম তাই দ্রোহকাল জুড়ে কথা বলে তাঁর কবিতায়, নির্জন জীবন দর্শনে এবং ভূমিহীন যুদ্ধে। তাই কবি লেখেন— ‘মাঠের বুকে বাঁশির মতাে বাজে খুঁজি তােমাকে আঁধারে অবিরত তবুও তুমি ব্যস্ত থাকো কাজে আমার বুকে এলে না, অনাগত।
আকার (cm) : 12.5 (l) X 18.3 (b) X 1.3 (h)